শবে বরাত উপলক্ষে বিশেষ আলোচনা ও দোআ মাহফিল
আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ,
আলহামদুলিল্লাহ, মাহে শাবানের বিশেষ ফজিলতপূর্ণ রাত শবে বরাত আমাদের দ্বারপ্রান্তে। এ মহিমান্বিত রাতে ইবাদতের মাধ্যমে আল্লাহর রহমত ও মাগফিরাত অর্জনের লক্ষ্যে “বিশেষ আলোচনা ও দোআ মাহফিল” আয়োজন করা হয়েছে।
📅 তারিখ: ১৩ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার
⏰ সময়: বাদ মাগরিব
📍 স্থান: 3041 Hull Ave, Bronx, NY 10467
🕌 অনুষ্ঠানের আয়োজন:
- শবে বরাতের তাৎপর্য ও আমল নিয়ে বিশেষ আলোচনা
- দোআ ও মুনাজাত
- নফল ইবাদত ও জিকির
আমরা আপনাদেরকে উক্ত মাহফিলে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানাই। আসুন, সবাই একত্রে এই বরকতময় রাতে আল্লাহর রহমত ও মাগফিরাত লাভের জন্য দোআ করি।
🔹 আয়োজক: দারুল আহনাফ নিউ ইয়র্ক
📞 যোগাযোগ: (646) 744-8920 or (646) 393-6250
Event Location
This event has expired
Event Date
13 February, 2025Start Time
6:00 PM - 10:00 PM